সিএনজি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে শেষমেশ দুর্গাপুরের সিএনজি অটো চালকরা শুক্রবার পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করলেন। প্রথমে রাস্তা অবরোধ ও পরে দুর্গাপুর পুরসভার প্রধান ফটক অবরোধ করে সিএনজি গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে জঙ্গি আন্দোলনের হুমকি দিল দুর্গাপুরের সিএনজি অটো চালকরা।
দশ দিন হল দুর্গাপুরে সিএনজি গ্যাসের অভাবে অটো পরিষেবা সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে। সামান্য কিছু রুটে কিছু অটো সিএনজি গ্যাসের পরিবর্তে মহার্ঘ্য পেট্রোল ভরে অটো পরিষেবা দিলেও অটো চালকদের মুনাফায় টান পড়েছে। দুর্গাপুরে অটো চালকরা এবং অটোর যাত্রীরা সিএনজি গ্যাসের সঙ্কটের ফলে চরম দুর্ভোগে পড়েছেন। সিএনজি গ্যাস সিলিন্ডার বহনকারী ট্রাক চালকদের ধর্মঘটের ফলে দুর্গাপুরে সিএনজি অটো পরিষেবা দশদিন বন্ধ।
শুক্রবার যদিও শাসকদল তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় অটো চালকদের পাশে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় পরিকল্পিত বিভিন্ন চক্রান্তের মতো সিএনজি গ্যাস সঙ্কটের পিছনেও বিজেপির পরিকল্পিত চক্রান্ত রয়েছে বলে এদিন বিজেপিকে একহাত নেন প্রভাত চট্টোপাধ্যায়। গত দশদিনে অটো চালকদের চরম দুর্দিনে প্রথমে বাম ও পরে বিজেপি শেষমেশ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অটো চালকদের পাশে থাকার আশ্বাস দিলেও গত দশদিনে কিন্তু সিএনজি গ্যাস সিলিন্ডার বহনকারী ট্রাক চালকদের ধর্মঘটে অনড় মনোভাবের কোন পরিবর্তন করতে পারেনি কোন রাজনৈতিক দল। স্বাভাবিক ভাবেই সমস্যার সমাধান তো দূরঅস্ত, রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতিই সার বলে মনে করছেন অটো চালকরা।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?