দুর্গাপুর CMERI-এর বিজ্ঞানীরা অল্প খরচে দীর্ঘকালীন সৌরবিদ্যুত ব্যবহারের জন্য Solar Tree তৈরী করেছে। এই Solar Tree আবিষ্কার দেশ জুড়ে সাড়া ফেলেছিল। এবার বাণিজ্যিক ভাবে এর ব্যবহার চলছে। CMERI সূত্রে জানা গেছে একটি ৫ কিলো ওয়াট Solar Tree-র জন্য মাত্র 4 square feet জায়গার প্রয়োজন, এখন যে solar panel ব্যবহার করে সৌরবিদ্যুত উৎপাদন করা হয় তাতে এই পরিমাণ বিদ্যুত উৎপাদন করতে প্রায় 400 square feet জায়গার প্রয়োজন। ৫ কিলো ওয়াট ক্ষমতার একটি Solar Tree-র জন্য খরচ পড়বে প্রায় ৫ লক্ষ টাকা। CMERI-এর ডিরেক্টর হরিশ হিরানি বলেন ২০১৭ মার্চের মধ্যে এই গাছ তৈরীর পরিকল্পনা নেওয়া হয়েছে। তাছাড়া সোলার সিস্টেমের জন্য একটি Intelligent inverter তৈরী করা হয়েছে। এই inverter-এর charge কম হলেই automatic system-এ ব্যাটারী চার্জ হবে, ফলে inverter-এর ব্যাটারীর আয়ু বাড়বে। দূষণমুক্ত এই Solar Tree এবার আন্দামানকেও আলোকিত করবে।