দূষণ রুখতে বনসৃজন। দুর্গাপুর মহকুমা শাসকের উদ্যোগে DPL কারখানার পাশে জনবসতি পূর্ণ অঞ্চলে বনসৃজন শুরু হয়েছে। মহকুমা শাসক শঙ্খ সাঁতরার আবেদনে সাড়া দিয়ে বনদপ্তর বনসৃজন শুরু করেছে। DPL-এর দেওয়া প্রায় ৬৫ হেক্টর জমিতে বনসৃজন করছে দুর্গাপুরের বনদপ্তর। দূষণ মুক্তির জন্য গ্রামে বনসৃজন হওয়ায় স্থানীয় মানুষও খুশি। দুর্গাপুরের DFO মিলন মন্ডল বলেন DPL জমি দিচ্ছে আমরা কেবল বনসৃজন করছি। এতে পিয়ালা গ্রামের মানুষ দূষণ মুক্ত পরিবেশ পাবে।