করোনা সংক্রমণ ছড়ানো রুখতে মানব শরীর জীবাণুমুক্ত করার উদ্দেশ্যে দুর্গাপুরের কেন্দ্রীয় গবেষণাগার সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই) তৈরি করল ‘ডিসইনফেকশন ওয়াক ওয়ে’ নামক এক বিশেষ ধরণের স্যানিটাইজার কক্ষ। করোনা আবহের মধ্যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সিএমইআরআই-এর বিজ্ঞানিদের তৈরি এই ডিসইনফেকশন কক্ষ অফিস, শপিং মল, স্টেশন, হাসপাতাল সহ মানুষের বিভিন্ন কর্মস্থলকে সুরক্ষিত রাখতে যে লক্ষণরেখার কাজ করবে সেবিষয়ে কোন সন্দেহ নেই।

জানা গেছে, এই মেশিনটি সিএমইআরআই-এর বিজ্ঞানী মলয় কর্মকারের তত্বাবধানে তৈরি হয়েছে। একটি কাঁচের কক্ষের ভিতরে নির্দিষ্ট জায়গায় দাঁড়ালে দুটি স্বয়ংক্রিয় স্প্রেয়ার দিয়ে সোডিয়াম হাইপোক্লোরাইড, ইথানল ও পারফিউমের মিশ্রণ স্প্রে করা হবে শরীরের উপরে। ২০ সেকেন্ড ধরে এই প্রক্রিয়া চলার পর শরীর জীবাণু মুক্ত হবে বলে দাবি সিএমইআরআই-এর ডিরেক্টর ড. হরিশ হিরানীর।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন নির্দিষ্ট গাইডলাইন মেনেই এই মেশিন তৈরি করা হয়েছে বলে দাবি ড. হরিশ হিরানীর। জানা গেছে, খুব শীঘ্রই বাজারে এই মেশিন পাওয়া যাবে। এর বাজার দর হবে প্রায় দেড় লাখ টাকার মতো। দেশের বিভিন্ন অফিস, হাসপাতাল সহ বিভিন্ন কর্মক্ষেত্রের প্রবেশ পথে এই ধরণের ডিসইনফেকশন চেম্বারের ব্যবহার শুরু হয়েছে। করোনা আবহে সারা দেশে লকডাউন চলছে। বাড়িতে থেকেই কর্মক্ষেত্রের যাবতীয় কাজ করতে হচ্ছে বেশিরভাগ সংস্থার কর্মীদের। পরবর্তী ক্ষেত্রে লকডাউন উঠে গেলে বিভিন্ন কর্মক্ষেত্রের প্রবেশ পথে এই ধরণের ডিসইনফেকশন চেম্বারের ব্যবহার আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

Like Us On Facebook