করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিল পশ্চিম বর্ধমান জেলার অন্যতম প্রাচীন ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দির কর্তৃপক্ষ। শুক্রবার দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তির হাতে ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরের প্রধান সেবাইত সাধন কুমার রায় মন্দিরের সেবা সমিতির পক্ষ থেকে পনেরো হাজার দুশো এক টাকার একটি চেক প্রদান করেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। এই চেক দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্তির হাতে তুলে দেন মন্দিরের পক্ষ থেকে অমিত কুমার মুখার্জী ও শান্তনু ঘোষাল।

মেয়র দিলীপ অগস্তি বলেন, ‘মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরের পক্ষ থেকে যে চেক দেওয়া হয়েছে সেই চেক এবং অন্যান্য যেসব চেক এই কয়দিনে আমি পেয়ে়ছি সেই সব চেক প্রশাসনিক ভাবে যথা স্থানে পাঠিয়ে দিয়েছি।’ জানা গেছে, করোনা সংক্রমণ ঠেকাতে শুক্রবার ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরের পক্ষ থেকে স্থানীয় ভিড়িঙ্গী গ্রামের বাউরি পাড়া, বাদ্যকর পাড়া, টিকলিয়া পাড়ায় দুস্থ মানুষদের ডেটল সাবান ও স্যানিটাইজার বিতরণ করা হয়। একই সঙ্গে ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরের পক্ষ থেকে সরকারের নির্দেশ মতো স্বাস্থ্যবিধি মেনে চলতে লকডাউনে স্থানীয় মানুষদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়। জানা গেছে, লকডাউনে মন্দিরে যাতে দর্শনার্থীরা সাস্থ্যবিধি উপেক্ষা করে ভিড় করতে না পারেন তাই মন্দির কর্তৃপক্ষ সরকারে নির্দেশকে মান্যতা দিতে ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরের সমস্ত গেট আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

Like Us On Facebook