মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে আসছেন বলে খবর। প্রশাসন সূত্রে জানা গেছে, রানীগঞ্জে সভা করার পর দুর্গাপুরের নব নির্মিত সার্কিট হাউসে তিনি রাত্রি যাপন করবেন। এই সার্কিট হাউসটি ২০১৭ সালে নির্মাণের কাজ শুরু হয়। সার্কিট হাউসটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রি যাপন করে সূচনা করবেন।সার্কিট হাউসটির নির্মাণে খরচ হয়েছে প্রায় সাড়ে সাত কোটি। এর আগেও মুখ্যমন্ত্রী দুর্গাপুরে বহুবার রাত্রি যাপন করছেন। তবে কখনও ডিএসপি গেস্ট হাউসে আবার কখনও সিএমইআরআই গেস্ট হাউসে। তবে ইদানিং তিনি দুর্গাপুরে এলে দুর্গাপুরের সিটি সেন্টারের সিটি রেসিডেন্সি হোটেলে থাকতেন। কিন্তু এবার রাজ্য সরকারের নিজস্ব সার্কিট হাউস নির্মাণ সম্পন্ন হওয়ায় মুখ্যমন্ত্রী এই সার্কিট হাউসে থাকবেন।

মুখ্যমন্ত্রীর আগমণ উপলক্ষে শহর জুড়ে কড়া নজরদারি শুরু হয়েছে। গোটা সার্কিট হাউস চত্বর মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে। জানা গেছে, দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গনে হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী। চলছে তারও জোর প্রস্তুতি, সিসিটিভি ক্যামেরায় চলছে নজরদারি। রবিবার সকালে সার্কিট হাউস এবং ভগৎ সিং ক্রীড়াঙ্গনের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন বোম স্কোয়াডের কর্মীরা। সঙ্গে জীবাণুমুক্ত করার কাজও চলছে দুই জায়গায়। মুখ্যমন্ত্রী আসার প্রাক মুহূর্তে শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে এখন সাজ সাজ রব।

Like Us On Facebook