ডেঙ্গু সহ মশা বাহিত রোগ প্রতিরোধে রবিবার এলাকায় সাফাই অভিযানে নামল দুর্গাপুরের বিভিন্ন এলাকার বাসিন্দারা। কাঁকসা ব্লকে জেলা পরিষদের সদস্য বৈশাখী ব‍্যানার্জীর নেতৃত্বে এলাকার মানুষ ব্লিচিং পাউডার ও মশা মারা ওষুধ স্প্রে সহ সাফাই অভিযানে নামেন। দুর্গাপুরের মেনগেটের লিঙ্ক রোডের প্রান্তিক ক্লাবের সদস্যরা রবিবার এলাকায় সাফাই অভিযানে নামেন, একই সঙ্গে সিটি সেন্টারের পলাশডিহার যুব সংঘের সদস্যরাও মশা বাহিত রোগ প্রতিরোধে এলাকায় নোংরা আবর্জনা পরিষ্কার করার অভিযানে নামেন।

Like Us On Facebook