ওয়ার্ডের সীমারেখা নিয়ে দুর্গাপুর নগর নিগমের ১৪ ও ২০ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল ভিড়িঙ্গী চাষীপাড়ায় রবিবার উত্তেজনা ছড়াল। শেষমেষ উত্তেজনা সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাখি তেওয়ারির অভিযোগ, সরকারি জমি মোটা মুনাফায় কেনাবেচার জন্য দালাল চক্র গজিয়ে উঠেছে এলাকায়। ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমা প্রসাদ হালদার সহ স্থানীয় ব্লক প্রেসিডেন্টকে নিয়ে এলাকার ড্রেন, রাস্তা ও আলো নিয়ে এক আলোচনায় বসতে গেলে বহিরাগত কিছু লোক ঝামেলার সৃষ্টি করে। রাখি তেওয়ারি বলেন, ২০ নন্বর ওয়ার্ডের কাউন্সিলর রমা প্রসাদ হালদার এর সঙ্গে আমার সুসম্পর্ক। আমরা আলোচনা করে নগর নিগমের দেওয়া মানচিত্র অনুযায়ী এলাকার উন্নয়ন করব। একই কথা বলেন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমা প্রসাদ হালদার। স্থানীয় বাসিন্দারা জানায় ভিড়িঙ্গী চাষীপাড়ার বাসিন্দারা বরাবরই জানত তারা ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় একটি বেসরকারি কারখানা হওয়ার খবরে এবং বসতি গড়ার লক্ষ্যে ওই এলাকার দুর্গাপুর স্টিল প্লান্টের সরকারি জমি মোটা টাকায় বেআইনিভাবে বিক্রি করছে দালাল চক্র। দুই ওয়ার্ডে পৃথক দালাল চক্র গজিয়ে উঠেছে। কোন জমি কার অধিকারে সেই নিয়ে টানাপোড়েন শুরু হয়। এই টানাপোড়েনে রবিবার চাষীপাড়ায় প্রবল উত্তেজনা ছড়ায়।

Like Us On Facebook