.

দুর্গাপুরের ৩২ নং ওয়ার্ডে একটি নির্মীয়মাণ বহুতলে নির্মাণ সামগ্রী সরবরাহ ও কর্মী নিয়োগকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এই ঘটনায় দুই গোষ্ঠীর দু’জন আহত হয়। তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে। এরমধ্যে আদিবাসী সম্প্রদায়ের এক ব্যক্তি রয়েছে। ঘটনার পর শান্তি শৃঙ্খলা রক্ষায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ঘটনাস্থলে কমব্যাট ফোর্স সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বুধবার সকালে পলাশডিহাতে আদিবাসী সম্প্রদায়ের লোকজন জড়ো হয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মিছিল করে থানায় যান অভিযোগ জানাতে। মিছিল করে গিয়ে তাঁরা স্থানীয় ফরিদপুর ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখান। এবং দোষীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার না হলে ফরিদপুর ফাঁড়ির সামনে আদিবাসী সম্প্রদায়ের লোকজন অবস্থান বিক্ষোভের হুমকি দেন বলে জানা গেছে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হলেও গোটা এলাকায় চাপা উত্তেজনা রয়েছে বলে জানা গেছে।




Like Us On Facebook