সোমবার রাতে দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন পলাশডিহার ওয়েবেল তথ্যপ্রযুক্তি পার্কে কর্মরতা এক যুবতীকে অপহরণের চেষ্টা হয়। পুলিশ যুবতীকে উদ্ধার করে। তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরতা ওই যুবতী দুর্গাপুর পুরসভার ৩৭ নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। দুর্গাপুরের এসিপি তথাগত পান্ডে বলেন, ‘তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরতা মেয়েটিকে কয়েকজন তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ চুড়ান্ত তৎপরতায় দেখায় এবং কিছুক্ষণের মধ্যেই মেয়েটিকে আমরা উদ্ধার করি। তদন্তের স্বার্থে এর বেশি কিছু এখনই বলতে পারবো না। লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জানা গেছে, দুর্গাপুরের সিটি সেন্টরের পলাশডিহার ওয়েবেল তথ্যপ্রযুক্তি পার্ক থেকে কাজের শেষে বাড়ি ফেরার সময় যুবতীকে জাতীয় সড়কের কাছ থেকে অপহরণ করা হয়। এরপর পুলিশের তৎপরতায় অপহরণকারীরা যুবতীকে জাতীয় সড়কের ধারে ভিড়িঙ্গীর রাজমহল হোটেল সংলগ্ন এলাকায় ছেড়ে দিয়ে চম্পট দেয়।
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তথ্যপ্রযুক্তি পার্কে কর্মরত কর্মীদের মধ্যে। অপহরণের ঘটনায় পর মুখে কুলুপ এঁটেছে ওই যুবতীর সহকর্মীরাও। তবে এটি অপহরণের ঘটনা নাকি অন্য কোন রহস্য রয়েছে এই ঘটনার পিছনে তা পুলিশ খতিয়ে দেখছে। পুলিশও তদন্তের স্বার্থে এখনই এই বিষয়ে বিস্তারিত বলতে চাইছে না।