আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুচারুভাবে সামাল দেওয়া এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট দুর্গাপুর মহকুমার আটটি থানাকে তিনজন এসিপির অধীনে আনল। বুদবুদ ও কাঁকসা থানাকে এসিপি কাঁকসার অধীনে এবং দুর্গাপুর থানা, নিউটাউনশিপ থানা ও কোক ওভেন থানাকে এসিপি পূর্ব এবং অন্ডাল, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর-ফরিদপুর থানাকে আরও একজন এসিপির অধীনে আনা হল। মোট তিনজন এসিপির অধীনে দুর্গাপুর মহকুমাকে ভাগ করে পৃথক এসিপিদের আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার দুর্গাপুরের পলাশডিহাতে মহিলা থানা ক্যাম্পাসেই এসিপি পূর্বের কার্যালয় উদ্ধোধন করা হয়। এসিপি পূর্ব কার্যালয় উদ্ধোধন করেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার অজয় ঠাকুর। পুলিশ কমিশনার এসিপি পূর্ব কার্যালয় উদ্ধোধন করে বলেন, ‘আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ কড়া নজরদারি চালাতে দুর্গাপুরের আটটি থানার দায়ীত্ব পৃথক তিন এসিপির হাতে তুলে দেওয়া হল। জানা গেছে, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এসিপি পূর্ব কার্যালয়টি। রবিবার এসিপি পূর্ব কার্যালয় উদ্ধোধনে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অজয় ঠাকুর ছাড়াও জেলাশাসক বিভু গোয়েল, দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থি ও ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা।

Like Us On Facebook