এএসপি বাঁচাও, দুর্গাপুর বাঁচাও এই শ্লোগান সামনে রেখে ফের দুর্গাপুরে সিটু ও আইএনটিইউসি যৌথ ভাবে এএসপি কারখানা বাঁচাতে এএসপি কারখানার গেটের সামনে কেন্দ্রের বিলগ্নিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে মঙ্গলবার বিক্ষোভ দেখাল। আসন্ন দুর্গাপুর পৌরসভা নির্বাচনে সাধারণের মনে প্রভাব ফেলতে সিটু ও আইএনটিইউসি কর্মীরা উভয়েই আদাজল খেয়ে ময়দানে নেমে পড়েছে। এএসপি কারখানার বিলগ্নিকরণের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচিও বেশ লম্বা করা হয়েছে বলে জানা গেছে। ২৯ জুন সিইও আভিযান ও ৯ আগস্ট দিল্লী চলো কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা গেছে। পরবর্তী অবস্থা দেখে পরের কর্মসূচি গুলির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। গত কয়েক মাস ধরে এএসপি কারখানা বিলগ্নিকরণের বিরুদ্ধে সিটু ও আইএনটিইউসি ধারাবাহিকভাবে আন্দোলন করছে। দুর্গাপুর পৌরসভা নির্বাচন এসে পড়ায় এএসপি বিলগ্নিকরণের বিরুদ্ধে সিটু ও আইএনটিইউসির আন্দোলন আরও জোর পাবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।
Home Uncategorized পুরভোট আসন্ন, এএসপি বাঁচাও, দুর্গাপুর বাঁচাও আন্দোলনে জোর বাড়াচ্ছে সিটু ও আইএনটিইউসি
পুরভোট আসন্ন, এএসপি বাঁচাও, দুর্গাপুর বাঁচাও আন্দোলনে জোর বাড়াচ্ছে সিটু ও আইএনটিইউসি
Like Us On Facebook