অন্ডালের রামপ্রসাদপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের জাল পদত্যাগ পত্র কান্ডের তদন্তের জন্য পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা মন্ডল মঙ্গলবার দুর্গাপুর মহকুমা শাসকের দ্বারস্থ হলেন। জানা গেছে পঞ্চায়েত প্রধানের অনুপস্থিতিতে কে বা কারা অন্ডালের বিডিও মানস কুমার পান্ডাকে প্রিয়াঙ্কা মন্ডলের সই জাল করে ২১ জুন একটি পদত্যাগ পত্র পাঠিয়ে দেয় বলে অভিযোগ পঞ্চায়েত প্রধানের। বিডিও পঞ্চায়েত প্রধানকে বিডিও আফিসে এসে নিজের সই জাল হয়েছে তার প্রমাণ দিতে বলেন। মঙ্গলবার পঞ্চায়েত প্রধান বিডিও অফিসে না গিয়ে নিরাপত্তার অভাবের অজুহাতে সোজা চলে আসেন দুর্গাপুর মহকুমাশাসক শঙ্খ সাঁতরার কাছে। দুর্গাপুর মহকুমাশাসক সব শুনে প্রধান প্রিয়াঙ্কার নিরাপত্তা সহ সই জালের ব্যাপারে পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

অনেকে মনে করছেন সাম্প্রতিক পঞ্চায়েত প্রধানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তৃণমূলের অপর গোষ্ঠী রামপ্রসাদপুর পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা মন্ডলের পদত্যাগ চাইছে। তাদের কেউ এই কুকীর্তি করতে পারেন আবার অনেকে বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়ে তা ঢাকতে নাটক করছেন বলে প্রধানকেই সরাসরি দায়ী করছেন। যাই হোক পুলিশ সঠিক তদন্ত করলেই কয়েকদিন ধরে চলা পদত্যাগের চিঠির সই জালের আসল রহস্য ও দোষী যে ধরা পড়বে সেই বিষয়ে সকলেই এক মত। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা মন্ডলের অন্ডালের বিডিও অফিসে গিয়ে নিজের সই জাল কিনা প্রমাণ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

Like Us On Facebook