এএসপি বিলগ্নিকরণ প্রক্রিয়া বন্ধ ও ডিএসপি কারখানার আধুনিকরণ ও সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি সহ ডিপিএল, ডিসিএল সহ সমস্ত রুগ্ন শিল্পগুলিকে পুনরুজ্জীবন ও ছাঁটাই হওয়া ঠিকা শ্রমিকদের পুর্নবহাল এবং ট্রেড ইউনিয়ন ও গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করতে বৃহস্পতিবার দুর্গাপুরের ডিএসপি কারখানার সামনে দুর্গাপুরের বাম শ্রমিক সংগঠন গুলির সঙ্গে আইএনটিইউসি যৌথ ভাবে কেন্দ্রীয় সরকারের শিল্পনীতির বিরুদ্ধে একজোট হয়ে বিক্ষোভ দেখাল। সিটু নেতা তথা বাম বিধায়ক সন্তোষ দেবরায় বর্ধমান ডট কমকে বলেন, ‘শিল্প শহর দুর্গাপুরকে বাঁচাতে বাম শ্রমিক সংগঠনগুলি আইএনটিইউসির সঙ্গে যৌথ ভাবে ধারাবাহিকভাবে এএসপি, ডিএসপি, ডিপিএল, ডিসিএল সহ সমস্ত রুগ্ন কলকারখানা বাঁচাতে আন্দোলন করছে। এতে ফল না হলে আগামীদিন আমরা সর্বস্তরের মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলনে যাব, সন্তোষবাবু বলেন প্রয়োজনে দুর্গাপুর বন্ধ ডাকব না হলে রেল রোখার ডাকও দেব আমরা।

বিক্ষোভ সভায় সিটু ও আইএনটিইউসির দুর্গাপুরের শীর্ষ নেতৃত্ব বক্তব্য রাখেন। আইএনটিইউসি নেতা বিকাশ ঘটক কেন্দ্র ও রাজ্যের শিল্পনীতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। একই ভাবে বিধায়ক সন্তোষ দেবরায় সহ বাম নেতারা কেন্দ্র ও রাজ্য সরকারের সাঁড়াশি চাপে পড়ে শিল্প শহর দুর্গাপুরকে পরিকল্পিত ভাবে রুগ্ন করা হল বলে অভিযোগ করেন।

Like Us On Facebook