দুর্গাপুরে সিটুর দলীয় কার্যালয় দখলের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল সোমবার। দুর্গাপুরের স্টিল টাউনশিপ বিদ্যাসাগর অ্যাভিনিউর সিটুর কার্যালয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস কর্মীরা হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের বোর্ডটি খুলে ফেলে সোমবার দলীয় কার্যালয়টি দখল করে তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে দেয় বলে অভিযোগ। সিটুর দলীয় কার্যালয়ে তৃণমূলের দলীয় পতাকা লাগানো ও দখলের চেষ্টার খবরে সিটুর পার্টি অফিসে ছুটে আসেন সিটু নেতা তথা বিধায়ক সন্তোষ দেবরায় ও সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার।

সিপিএমের দলীয় অফিস সূত্রে অভিযোগ, সিটুর কার্যালয়ের টিভি ও বেশ কিছু আসবাবও লুঠ করে নিয়ে গেছে তৃণমূলের কর্মীরা। সিপিএম বিধায়ক সন্তোষ দেবরায়ের অভিযোগ, দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট ও ডিএসপি বাঁচানোর তাগিদে যখন সিটু নেতারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই সুযোগে তৃণমূল কর্মীরা সিটু অফিস দখল ও লুঠপাট চালায়। সন্তোষবাবু বলেন, পৌরনির্বাচনে সিপিএমের কাছে পরাজয়ের ভয়েই তৃণমূল কংগ্রেসের নেতারা ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে দুষ্কৃতী দিয়ে সিটুর অফিসে লুঠপাট চালালো ও দখলের চেষ্টা করলো। সিপিএম বিধায়ক বলেন, যাই ঘটাক তৃণমূল দুষ্কৃতীরা, মানুষ ১৩ আগস্ট ইভিএমেই-এর মোক্ষম জবাব দেবে। সিটু অফিসের উল্টোদিকেই তৃণমূলের ২০ নং ওয়ার্ডের বিদ্যাসাগর নির্বাচনী কার্যালয়। তৃণমূল কংগ্রেস নেতা সুজিত মুখার্জী সিপিএমের সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বলেন, সিপিএম আজ বিপন্ন এক রাজনৈতিক দল। পৌরনির্বাচনে মানুষের সহানুভুতি আদায়ের জন্য নিজেরাই তৃণমূলের পতাকা দলীয় অফিসে লাগিয়ে দিয়ে এইসব মিথ্যে আভিযোগ করছে। এদিন সিটুর দলীয় অফিস তৃণমূল কংগ্রেস কর্মীরা দখলের খবর শুনে সিটুর বিদ্যাসাগর অ্যাভিনিউর দলীয় অফিসে সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার ছুটে এলে তৃণমূল কংগ্রেস নেতা সুজিত মুখার্জী পঙ্কজবাবুর সাথে করমর্দন করে কুশল বিনিময় করেন।

Like Us On Facebook