ডেঙ্গু সহ‌ অজানা জ্বরের বাড়বাড়ন্ত রুখতে দুর্গাপুর নগর নিগম মশা নিধনে কামান দাগলেও দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন এলাকায় এখনও জঞ্জালের স্তূপ রাস্তার ধারে পড়ে রয়েছে। কিছু কিছু এলাকায় নোংরা আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হলেও বেশীর ভাগ এলাকায় নোংরা আবর্জনা পরিষ্কার করার কোন উদ্যোগ নেয়নি দুর্গাপুর নগর নিগম বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। দুর্গাপুরের মেনগেট এলাকার সারদা পল্লীর বাসিন্দারা এলাকার নোংরা আবর্জনা পরিষ্কার না হওয়ায় মশার আতঙ্কে আতঙ্কিত।

দুর্গাপুর নগর নিগমের কমিশনার অমিতাভ দাস বাসিন্দাদের সাফাই না করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের পুর কর্মীরা এলাকায় নোংরা আবর্জনার খবর পেলেই দ্রুত সাফাই অভিযানে নেমে পড়ছেন।’ এদিকে দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অগস্তি মশা বাহিত রোগসহ বিভিন্ন রোগের রক্ত পরীক্ষার জন্য পলাশডিহায় দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য কেন্দ্রের পরীক্ষাগারটিকে খুব শীঘ্রই উন্নত করা হবে বলে জানান।

Like Us On Facebook