.

রাত পোহালেই বড়দিন। উৎসবের প্রস্তুতিও তুঙ্গে। জেলার সমস্ত গির্জাগুলিও সেজে উঠেছে রঙিন আলোয়। কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই বিভিন্ন চার্চে এবার বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার করোনা আবহে দুর্গাপুর সিটি সেন্টার চার্চে বড়দিনের‌ উৎসবেরও কাটছাঁট করা হয়েছে। চার্চের সম্পাদক সন্দীপ নাগ বলেন, ‘আমরা কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ভিড় এড়াতে এবার দুর্গাপুরের সমস্ত খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষদের তিন ভাগে চার্চে প্রার্থনা করার সময় নির্ধারণ করেছি। মুখে মাস্ক, শারীরিক দুরত্ব সহ সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনেই প্রার্থনা অনুষ্ঠান করা হবে। রাত বারোটার পরিবর্তে বিকেল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত চার্চে প্রার্থনা এবং অনুষ্ঠান হবে। তারপর চার্চ বন্ধ করে দেওয়া হবে। এবং আগে যেমন ২৫ ডিসেম্বর সারা দিন চার্চ খোলা থাকতো সাধারণ মানুষের প্রার্থনা এবং দর্শনের জন্য এবার তা বন্ধ থাকছে। শুক্রবার সকাল নটায় চার্চ বন্ধ করে দেওয়া হবে। আমরা চাই সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। তাই এবারের জন্য‌ এই নিয়ম বলবৎ করা হয়েছে।’

Like Us On Facebook