মহিলাদের সুরক্ষা সহ নয় দফা দাবিতে বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের মহকুমাশাসককে স্মারকলিপি জমা দিলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল সহ বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। বৃহস্পতিবার সকালে এই কর্মসূচিকে কেন্দ্র করে দুর্গাপুরের সিটি সেন্টারের মহকুমা কার্যালয়ের সামনে বিজেপি মহিলা মোর্চার এক জনসভা হয়। জনসভায় বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল পশ্চিমবঙ্গের নারীরা অসুরক্ষিত বলে দাবি করে মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন। তিনি বলেন, ‘আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। মহিলা মুখ্যমন্ত্রীর কাছে আমরা মহিলারা সুরক্ষা পাই না। এখানে মহিলারা কোন আন্দোলন করলে মহিলা পুলিশদের পরিবর্তে পুরুষ পুলিশ মহিলাদের গায়ে হাত দেয়। ‘

উল্লেখ্য, কয়েকদিন আগে দুর্গাপুরে এসে বিজেপির রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল এবং সায়ন্তন বসু পৃথক পৃথক ভাবে জীতেন্দ্র তিওয়ারিকে দলে নেওয়ার সম্ভবনা প্রসঙ্গে বিরোধিতা করেন। এই পরে দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব শোকজ করেন সায়ন্তন বসুদের। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জীতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগদান প্রসঙ্গে বিরোধিতা করলেও দলের শীর্ষস্থানীয় নেতারা বাবুল সুপ্রিয়কে শোকজ করেনি। দলের এই দ্বিচারিতা নিয়ে দলের নীচু তলার কর্মীদের মধ্যে গুঞ্জন শুরু হয়। বৃহস্পতিবার দুর্গাপুরে এসে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল জীতেন্দ্র তিওয়ারি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন কার্যত এড়িয়ে যান।

Like Us On Facebook