২ ফেব্রুয়ারি দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেহেরু স্টেডিয়ামে হবে প্রধানমন্ত্রীর জনসভা। প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের জন্য নেহেরু স্টেডিয়াম সংলগ্ন মাঠে তৈরি হচ্ছে হেলিপ্যাড। বৃহস্পতিবার সেনার চপার অবতরণের মহড়া হল।
দুর্গাপুর নেহেরু স্টেডিয়াম সংলগ্ন আকাশকে কেন্দ্র করে গোটা দুর্গাপুর স্টিল টাউনশিপের আকাশে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘনঘন হেলিকপ্টার চক্কর দিতেই স্টেডিয়াম জুড়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করে ফেলল প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব প্রাপ্ত স্পেশাল প্রটেকশন গ্রুপ (এসপিজি)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হেলিপ্যাড থেকে সভাস্থলে আনার জন্য মহড়া হল এদিন। আকাশে চক্কর দিল প্রধানমন্ত্রীকে সভাস্থল সংলগ্ন মাঠে আনার জন্য সেনার চপার। নেহেরু স্টেডিয়ামের মাঠ আজ থেকে এসপিজির দখলে চলে যায়। স্টেডিয়ামের বাইরে থাকছে রাজ্য পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনী। প্রধানমন্ত্রীর নিরাপত্তার প্রশ্নে হেলিপ্যাড থেকে নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সভামঞ্চ পর্যন্ত মাছি গলার জায়গা রাখছে না এসপিজি ও রাজ্য পুলিশ।