প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বুধবার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে এলেন এসপিজির আইজি অমিত কাম্বলে। ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা হচ্ছে দুর্গাপুরের স্টিল টাউনশিপের নেহেরু স্টেডিয়ামে। প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামার কথা নেহেরু স্টেডিয়াম সংলগ্ন স্থানীয় বি-জোন বয়েজ স্কুল মাঠে।
প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামা থেকে স্টেডিয়াম পর্যন্ত যাত্রাপথ ও সভাস্থলের উপস্থিত জনতার মধ্যে বক্তৃতা পর্বে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা কতটা মজবুত বুধবার তা সরজমিনে খতিয়ে দেখেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয়ের আধিকারিকগণ। এদিন এসপিজি আধিকারিকদের সঙ্গে মাঠ পরিদর্শন করেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কর্তব্যরত পুলিশ আধিকারিক, ডিসিপি অভিষেক মোদী সহ পুলিশ ও প্রশাসনিক কর্তা ও বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব।