পূর্ব বর্ধমানের জামালপুর থানার কুলীনগ্রামের রানাপাড়ায় একটি কোম্পানীর চকোলেট খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল এক শিশু। এই ঘটনায় ওই কোম্পানীর বিরুদ্ধে বিষাক্ত চকোলেট তৈরি করার বিরুদ্ধে জামালপুর ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন রানাপাড়ার বাসিন্দা লক্ষ্ণণ কোঙার। তিনি জানিয়েছেন, গত ৭ আগষ্ট স্থানীয় রানাপাড়ার মোল্লা প্রয়োজনীয় ভাণ্ডার থেকে তিনি তাঁর শিশুপুত্রের জন্য একটি ক্যাডবেরি চকোলেট কেনেন। এরপর সেই চকোলেট খাবার কিছুক্ষণ পরই শিশুটি অসুস্থ হতে শুরু করে। প্রথমে গা, হাত, পা চুলকানো এবং পরে গোটা শরীর ফুলতে শুরু করে। তাকে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

লক্ষ্মণবাবু জানিয়েছেন, চিকিৎসার পর শিশুটি সুস্থ রয়েছে। সে স্থানীয় স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে। লক্ষ্ণণবাবু জানিয়েছেন, ওই চকোলেট খাবার পর যেভাবে তাঁর শিশুপুত্রটি অসুস্থ হয়ে পড়েছিল একইভাবে আরও অনেক শিশু অসুস্থ হয়ে পড়তে পারে। তাই অবিলম্বে এব্যাপারে প্রশাসনের কাছে তিনি ব্যবস্থা নেবার আবেদন জানিয়েছেন। অন্যদিকে, এই ঘটনা সম্পর্কে ওই দোকানদার সেখ জাহিরউদ্দিন জানিয়েছেন, এই ঘটনায় জামালপুর থানার পুলিশ আপাতত তাঁকে দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ওই চকোলেটের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জাহিরউদ্দিনও জানিয়েছেন, তাঁরা বিভিন্ন কোম্পানীর মাল বিক্রি করেন। কিন্তু চকোলেটের গুণগত মান যদি খারাপ হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

Like Us On Facebook