নয় মাসের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতাল চত্ত্বরে। মৃত শিশুটির পরিবারের লোকজন প্রতিবাদ স্বরুপ ডঙ্কা, কাঁসর নিয়ে হাসপাতালের মূল গেটের সামনে বিক্ষোভ দেখান। কয়েক ঘণ্টা ধরে চলে ব্যাপক উত্তেজনা। শেষমেষ মৃত শিশুটির পরিবারের লোকজনদের সমস্ত দাবি মেনে মৃত শিশুটিকে তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে।
অভিযোগ, আসানসোলের সালানপুরের বাসিন্দা শিয়ান ঘোষকে চলতি মাসের ৬ তারিখে শ্বাসকষ্ট নিয়ে দুর্গাপুর জাকির হোসেন অ্যাভিনিউ সংলগ্ন বিবেকানন্দ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার মধ্যরাতে শিশুটির মৃত্যু হয় বলে হাসপাতালের কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়। এরপরই চিকিৎসায় গাফিলতি ও স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও সেই কার্ডে ভর্তি নিতে চাইনি হাসপাতাল কর্তৃপক্ষ এমনই অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ শুরু করেন পরিবারের লোকজন।
মৃত শিশুটির পরিবারের লোকজন মতুয়া সম্প্রদায়ের হওয়ার কারণে খবর পেয়ে প্রতিবাদে নামেন মতুয়া মহাসংঘের সদস্যরা। দুর্গাপুরের বিধাননগরে ওই বেসরকারি হাসপাতালের সামনে ডঙ্কা, কাঁসর নিয়ে তুমুল বিক্ষোভ শুরু করেন মতুয়া মহাসংঘের সদস্যরা। পুলিশ এলে পুলিশকে ঘিরে ধরে তুমুল ক্ষোভ প্রকাশ শুরু করে দেন মতুয়া মহাসংঘের সদস্যরা। ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই বেসরকারি হাসপাতাল চত্বরে। কয়েক ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। শেষমেষ হাসপাতাল কর্তৃপক্ষ মৃত শিশুটির পরিবারের লোকজনদের সমস্ত দাবি মেনে নেয় বলে জানা গেছে। এবং মৃত শিশুটির মরদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেয়।