দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজা আবাসনে পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে কচিকাঁচাদের মানসিক চাপ সৃষ্টি না করে অত্যাধুনিক উপায়ে শিক্ষাদানের জন্য একটি প্লে-স্কুল এবং ডে-বোর্ডিং সেন্টারের মঙ্গলবার উদ্ধোধন হল। উদ্ধোধন করেন দুর্গাপুর পুরসভার প্রশাসক অনিন্দিতা মুখার্জী। এই স্কুলে কচিকাঁচাদের শিক্ষা দেওয়ার জন্য রয়েছে বিভিন্ন ধরণের অত্যাধুনিক সরঞ্জাম। খেলাধূলার জন্য সমস্ত ধরণের ইনডোর গেমস। সঙ্গে রয়েছে অভিজ্ঞ শিক্ষিকা সহ কচিকাঁচাদের দেখভাল করার অভিজ্ঞ সব কর্মী।

কয়েক বছরের মধ্যেই পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল পঠনপাঠনে দুর্গাপুর শিল্পাঞ্চলে এক নতুন দিগন্তের সূচনা করেছে। এরইমধ্যে কচিকাঁচাদের কোন রকম মানসিক চাপ ছাড়াই অভিনব কায়দায় শিক্ষাদানের লক্ষ্যে এই প্লে-স্কুলটি সূচনার আগেই অভিভাবক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের ডিরেক্টর ও ফাউন্ডার প্রিন্সিপাল সুব্রত চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা এই স্কুলে মানসিক চাপ সৃষ্টি না করেই অভিনব কায়দায় অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে ছোট ছোট শিশুদের পঠনপাঠনের ব্যবস্থা করেছি। সঙ্গে থাকছে কর্মরত অভিভাবকদের শিশুদের দেখভাল করার জন্য ডে-বোর্ডিংয়ের ব্যবস্থা। শিশুদের দেখভালের জন্য আমাদের ডে-বোর্ডিং সেন্টারটি যাবতীয় সুবিধাযুক্ত এবং অত্যন্ত উন্নত মানের। আশাকরি আগামীদিনে স্থানীয় মানুষের কাছে আমাদের এই স্কুলটি শিশুদের পঠনপাঠনের ক্ষেত্রে যথাযথ গ্রহণযোগ্যতা পাবে।’ স্কুলের প্রধান প্রশাসক রীনা রায় বলেন, ‘আমাদের এই স্কুলের আসল উদ্দেশ্য হল- কোন রকম মানসিক চাপ সৃষ্টি না করেই খেলার ছলে কচিকাঁচাদের প্রয়োজনীয় অত্যাধুনিক শিক্ষা দান করা।’

Like Us On Facebook