ত্রিপুরা দেখালো নরেন্দ্র মোদী আর অমিত শাহর ক্যারিশমা। শূন্য থেকে কিভাবে ক্ষমতার অলিন্দে পৌঁছনো সম্ভব তা বিজেপি দল ত্রিপুরায় দেখাতে পেরেছে। বৃহস্পিতিবার দুর্গাপুরে বিজেপির নির্বাচনী সভায় যোগ দিতে এসে এই দাবি করলেন বিজেপ শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
বিপ্লব দেব বলেন, ‘যখন কোথাও পলিটিক্যাল মার্ডার শুরু হয়, সাধারণ মানুষকে যেখানে ক্ষমতায় থাকা দল মারে তখন বুঝতে হবে সেই সরকার আর ক্ষমতায় থাকবে না। যেটা এখন পশ্চিমবঙ্গে হচ্ছে। লোকসভা ভোট হল রাষ্ট্রনেতা নির্বাচন। মুখ্যমন্ত্রী নির্বাচন নয়। সঠিক রাষ্ট্রনেতা নির্বাচন হলে দেশের উন্নতি হবে। এটা আঞ্চলিক দলের পক্ষে সম্ভব নয়।’ এদিন সকালে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমান বন্দরে পৌঁছে সোজা সিটি সেন্টারের আইটিসি পুষ্পাঞ্জলি হোটেলে ওঠেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এদিন কাঁকসার বামনাবেড়া থেকে পানাগড় সিলামপুর পর্যন্ত বর্ধমান-দুর্গাপুরের কেন্দ্রের বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়ার সমর্থনে রোড শো করেন বিপ্লব দেব।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?