ওরা সকলেই পথশিশু ও ভবঘুরে। মাথার উপর ছাদ নেই। পায়ের তলায় মাটি নেই। কারও কারও নিজস্ব পরিচয়টুকুও জানা নেই। আশ্রয়হীন এই সব পথশিশুরা নিজেদের পেটের তাগিদে ভিক্ষাবৃত্তি করে। আবার অসৎ সঙ্গে কেউ কেউ বিভিন্ন আপরাধমূলক কাজে নিজেদের অজান্তেই জড়িয়ে পড়ে। কেউ কেউ আবার হতাশাগ্রস্থ হয়ে নিষিদ্ধ নেশায় বুঁদ হয়ে জীবন বিপন্ন করে ফেলে। এদের অনেকেরই এখন ঠিকানা দুর্গাপুর রেলস্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম।
দুর্গাপুরের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘ছায়া সূর্য’-র সদস্যরা এই সব দিকভ্রান্তদের সামাজিক জীবনের মূলস্রোতে ফেরাতে সম্প্রতি বিভিন্ন কর্মসূচি নিয়েছে। তারই অঙ্গ হিসেবে শুক্রবার সকালে পূর্ব রেলের দুর্গাপুর স্টেশনের কর্মীদের সহযোগিতায় এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে ছায়া সূর্য। এই প্রতিযোগিতায় ২১ জন প্রতিযোগী অংশ নেয়। নাচ, গান সহ বিকেলে বিজয়া সম্মিলনী হয় দুর্গাপুরের ডিপিএল স্টেশন ক্লাবে। সন্ধ্যায় জি-সারেগামাপা খ্যাত শিল্পীদের দিয়ে গানের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সর্বশেষে ছায়া সূর্য-র সদস্যরা ডিনারের আয়োজন করেছেন। ছায়া সূর্যে-র এই মানবিক মুখে দিকভ্রান্ত শিশু-কিশোররা ক্ষণিকের আনন্দের মধ্য দিয়ে জীবনে পেতে পারে নতুন দিশা।