১ নভেম্বর বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়রা পুলিশী নিষেধাজ্ঞা অমান‍্য করে বিতর্কিত সগড়ভাঙার মাঠে সভা করার আটচল্লিশ ঘন্টার মধ্যেই ৩ নভেম্বর দুপুরে শাসকদল তৃণমূল কংগ্রেসও পাল্টা ওই মাঠেই সভার ডাক দিল। ৩ নভেম্বর তাদের ডাকা সভা সফল করতে তৎপর তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীরা।

জানা গেছে, তৃণমূল কংগ্রেস ওই সভায় আসামের বাঙালি নিধন থেকে কেন্দ্রীয় সরকারের পেট্রোপণ্য সহ নিত‍্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল‍্যবৃদ্ধি, রাফাল, সিবিআই আধিকারিকদের সাম্প্রতিক কেলেঙ্কারি, বেকার সমস্যা, দুর্দিনের বাজারে ৩০০০ কোটি টাকা ব‍্যয়ে নির্মিত গুজরাটের সুউচ্চ স্ট্যাচু অফ ইউনিটি সহ বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি ভঙ্গ নিয়ে সোচ্চার হবে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার শীর্ষ নেতৃত্ব।

জানা গেছে, ওই সভায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সুনীল চট্টোপাধ্যায় বর্ধমান ডট কমকে বলেন, ‘একটি সাম্প্রদায়িক বিশৃঙ্খল দল বেআইনিভাবে সগড়ভাঙার দেবোত্তর সম্পত্তির ট্রাস্টির মাঠে গায়ের জোরে সভা করল। এই সভায় স্থানীয় কোন মানুষ যায়নি। আসানসোল,পানাগড় থেকে লোক এনে সভা করল। আমার অসমের বাঙালি নিধন সহ পেট্রোপণ্য ও নিত‍্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশ ছোঁয়া দামের বিরুদ্ধে জনমত গঠন করতে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কেলেঙ্কারি নিয়ে সোচ্চার হব ওই সভায়। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি ভি শিবদাসন বলেন, ‘আমরা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সগড়ভাঙার মাঠে সভা করছি আগামী কাল দুপুরে। আমাদের জেলা নেতৃবৃন্দই যথেষ্ট ওদের বিরুদ্ধে।’

জানা গেছে, পুলিশী বাধা পেরিয়ে বৃহস্পতিবার সগড়ভাঙায় বেআইনি সভা করার অভিযোগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কোক ওভেন থানায় মামলা দায়ের করা হয়েছে বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, জয় গোস্বামী, পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘড়ুই সহ পঞ্চাশ জন বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে।

Like Us On Facebook