সূর্য দেবতার আরাধনায় ছট পুজোর প্রস্তুতি পর্ব জোর কদমে। আজ সকাল থেকে বাজারগুলিতে ব্যাপক ভীড় ছট পুজোর উপাচার কিনতে। ছটপুজোর আগের দিন কুলোয় বিভিন্ন ধরনের ফল-সহ নানা জিনিস দিয়ে সাজিয়ে ঘাটে গিয়ে মা গঙ্গাকে বরণ করা হয়। পরেরদিন ভোরে সেই ঘাটে এক বুক জলে নেমে সূর্যদেবকে প্রণাম করেন বাড়ির বধূরা। পরিবারের কল্যাণ কামনায় সূর্য প্রণাম করেন। যে সব জায়গায় গঙ্গা নেই, সেখানে স্থানীয় নদী বা পুকুরে এই অনুষ্ঠান পর্ব চলে।
বর্ধমানের বিভিন্ন প্রান্তে দামোদর ও পুকুরের ঘাটে ছটপুজোর জন্য উপবাসীরা ভীড় জমান। দুর্গাপুর শিল্পাঞ্চলের ঘাটগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছটপুজোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বিঘ্নে ছটপুজো সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।