eye-camp-dgp3Opthalmological Society of West Bengal, Rotary Club of Durgapur ও Red Cross-এর যৌথ উদ্যোগে শনিবার দুর্গাপুর রেড ক্রশ সোসাইটির হাসপাতালে বিনামূল্যে চক্ষু অপারেশন শিবির অনুষ্ঠিত হয়। চক্ষু বিশেষজ্ঞদের তত্বাবধানে আজ ৫১ জন রোগীর চোখে অস্ত্রপচার করা হয় এবং সম্পূর্ণ বিনামূল্যে লেন্স দেওয়া হয়।

শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে চোখের বিভিন্ন সমস্যা নিয়ে রোগীরা দুর্গাপুর রেড ক্রশ সোসাইটির হাসপাতালে ভীড় জমান। উদ্যোক্তাদের তরফ থেকে জানান হয় আজকের এই শিবিরে ৫১ জন রোগীর চোখে অস্ত্রপচার করা হয়েছে। আজকের এই শিবিরের পর বড়জোড়া ও গলসিতে পূর্ব নির্ধারিত সূচী অনুসারে পরের দিনগুলিতে রোগীদের চোখে অস্ত্রপচার করা হবে।

eye-camp-dgp2গলসির মসিদপুর থেকে নগর রুইদাস তাঁর মা ধীরু রুইদাসের চোখে অস্ত্রপচারের জন্য এসেছিলেন এই শিবিরে। নগর রুইদাস বর্ধমান ডট কম’কে বলেন,”শুনলাম দেশের নামকরা চক্ষু চিকিৎসকরা চোখের অপারেশন করবেন এই শিবিরে, তাই ছুটে এলাম যাতে মায়ের চোখে আলো ফিরিয়ে দিতে পারি।” একই ভাবে বর্ধমানের ভীম লোহার ও দুর্গাপুরের সাবিত্রী রুইদাস এসেছেন তাঁদের চোখের আলো ফেরাতে।

শিবির শেষে উদ্যোক্তারা এক আলোচনা চক্রের আয়োজন করেন। মহকুমা শাসক শঙ্খ সাঁতরা সহ বিশিষ্ট চিকিৎসক ও উদ্যোক্তারা বক্তব্য রাখেন।