মহা সমারোহে মঙ্গলবার বিকেলে দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জলাশয়ে ছট পুজো অনুষ্ঠিত হল। ছট পুজোর ব্রতীরা ছয় দিন ধরে সংযম পালন করে মঙ্গলবার বিকেলে সূর্যাস্তের পর এবং বুধবার সূর্যদয়ে এই ছট পুজো করছেন। ছট পুজো উপলক্ষে দুর্গাপুরের সমস্ত জলাশয় সেজে উঠেছে। কোন কোন জলাশয়ের ধারে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ছট পুজো উপলক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জলাশয়ের মধ্যে দুর্গাপুরের ভিড়িঙ্গীর জাতীয় সড়কের ধারে জলাশয়, ভিড়িঙ্গী ধর্মা পুকুর, সুভাষপল্লী, নীলপুর, দুর্গাপুর স্টিল টাউনশিপের কুমার মঙ্গলম পার্ক, এ-জোনের বিভিন্ন জলাশয় সহ দামোদর ব্যারেজে ছট পুজো অনুষ্ঠিত হচ্ছে ।






Like Us On Facebook