তৃণমূল কংগ্রেস নেতাদের যদি বুকের পাটা থাকে তো ১৫ নভেম্বর শ্যামসুন্দরপুর কোলিয়ারি দুর্গা মন্দিরের মাঠে বিজেপির সভা আটকে দেখাক। মঙ্গলবার সকালে অণ্ডাল থানার উখরার শ্যামসুন্দরপুর কোলিয়ারির দুর্গা মন্দিরের মাঠ পরিদর্শন করে এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুই।

১৫ নভেম্বর শ্যামসুন্দরপুর কোলিয়ারি দুর্গা মন্দিরের মাঠে বিজেপি এক জনসভার ডাক দিয়েছে। সেই সভায় উপস্থিত থাকার কথা বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র। এই সভার জন্য মাঠকে ঘিরে দুর্গাপুরের সগড়ভাঙার মাঠে সভা করার মতোই শাসক ও বিরোধী দলের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে।

সগড়ভাঙার মাঠে সিভিক ভলান্টিয়ারদের তাড়িয়ে বিজেপি সভা করার পর একই মাঠে তৃণমূলের সভা থেকে বিধায়ক তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন, ‘বিজেপি নেতারা মায়ের দুধ খেয়ে থাকলে পশ্চিম বর্ধমান জেলার কোথাও আর একবার এভাবে সভা করে দেখাক। পরের ছয় মাস তাদের নার্সিংহোমে থাকতে হবে।’ জিতেন্দ্র তেওয়ারির সেই চ্যালেঞ্জের পর শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে ফের বিজেপির সভা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তাই বিজেপির কাছে এই সভা সফল করাটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অপর দিকে এই সভা বানচাল করাও শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে এক বড় চ্যালেঞ্জ।

এদিন বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই মাঠ পরিদর্শন করে বলেন, ‘এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ওই মাঠে সভা করার কোন অনুমতি পাওয়া যায় নি।’ তবে ইসিএল অনুমতি দিয়েছে বলে দাবি লক্ষণ ঘড়ুইয়ের। লক্ষণবাবু বলেন, ‘তৃণমূল কংগ্রেস যদি বিনা অনুমতিতে সগড়ভাঙার মাঠে সভা করতে পারে তাহলে আমরাও বিনা অনুমতিতে সভা করব। প্রশাসনের ক্ষমতা থাকলে আটকে দেখাক।’

Like Us On Facebook