.
বরাতজোরে বড়সড় পথ দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুর্গাপুরের গান্ধী মোড়ের পথচারী ও গাড়ির চালকরা। সোমবার বিকেলে ব্যস্ততম গান্ধী মোড়ে হঠাৎ করে একটি আসানসোলগামী ডাম্পার ২নং জাতীয় সড়কে ব্রেক কষলে পিছনের চলমান একটি বৃহৎ আকারের কন্টেনার এসে ডাম্পারের পিছনে ধাক্কা মারে। একইসঙ্গে কন্টেনারটির পিছনে পরপর দুটি ট্রাক এসে ধাক্কা মেরে সবকটি গাড়ি রাস্তার উপর দাঁড়িয়ে পড়লে গাঁন্ধী মোড় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। একের পিঠে এক গাড়ির ধাক্কায় বিকট শব্দে পথচলা মানুষও দিশেহারা হয়ে পড়ে। এই ঘটনায় সব গাড়ির চালকদের অল্প বিস্তর চোট লাগলেও পিছনের লরির চালকের বেশি চোট লাগায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিয়ে রাস্তার যানজট মুক্ত করে।
Like Us On Facebook