কাঁকসার কোটা গ্রামের গ্লোবাল স্পিরিট কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে না, এই অভিযোগে পঞ্চায়েত অফিস ঘেরাও করল কারখানার শ্রমিকরা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বুদবুদের কোটা পঞ্চায়েতে। এদিন গ্লোবাল স্পিরিট কারখানার ৪৭০ জন শ্রমিক কাজ বন্ধ করে কোটা পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভে সামিল হন।

শ্রমিকদের অভিযোগ, তাঁদের দৈনন্দিন বেতন ২৭০ টাকার মধ্যে ২৩৩ টাকা দেয় কর্তৃপক্ষ। কেটে নেওয়া পিএফ, ইএসআই-এর কোন কাগজ তাঁদের দেয় না কারখানা কর্তৃপক্ষ। মেডিক্যাল, পিএফ কোম্পানী জমা করছে কিনা সে বিষয়ে তাঁরা অন্ধকারে। বার বার বলা সত্বেও কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন মেটাচ্ছে না। কারখানা কর্তৃপক্ষ শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছে। তাঁদের সমস্যার কোন সমাধান হচ্ছে না। এই জন্য বাধ্য হয়ে তাঁরা পঞ্চায়েত অফিসে অভিযোগ জানাতে এসেছেন।

Like Us On Facebook