দুর্গাপুর আদালতের আইনজীবিদের কর্মবিরতি আরও ৭ দিন বাড়ানো হল। দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক একথা জানান। দুর্গাপুর আদালতের অধীন থেকে কাঁকসা ও বুদবুদ থানাকে সরিয়ে নেওয়ার আশঙ্কায় দুর্গাপুরের আইনজীবিরা গত ১০ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করছেন। কাঁকসা ও বুদবুদ থানাকে দুর্গাপুর আদালত থেকে বিচ্ছিন্ন করা হলে চরম দূর্ভোগে পড়বে সাধারণ মানুষ – এই ইস্যুতে আন্দোলনে নামেন দুর্গাপুরের আইনজীবিরা। ৭ দিন কর্মবিরতি থাকার পরও আইনমন্ত্রক থেকে কোন সাড়া না পাওয়ায় কর্মবিরতি আরও ৭ দিন বাড়ানো হল বলে সূত্রের খবর। যদিও এবিষয়ে আইনজীবিরা কোন মন্তব্য করতে অস্বীকার করেন।

দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপম মুখোপাধ্যায় বলেন,”যত দিন যাচ্ছে দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের আন্দোলন আরও বৃহত্তর আকার নিচ্ছে। সমাজের সমস্ত স্তরের মানুষই আমাদের আন্দোলনে যোগ দিচ্ছে। আইনমন্ত্রী আমাদের বিষয়টি পুর্নবিবেচনার আশ্বাস দিয়েছেন।”