দুর্গাপুরে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। দুর্গাপুর মহকুমার মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য মহকুমাশাসকের উদ্যোগে ‘কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমি’ তৈরি হয়েছে। দুর্গাপুরে সিটিসেন্টারের সেন্ট্রাল লাইব্রেরিতে আগস্ট মাসের শেষ সপ্তাহে এই অ্যাকাডেমিতে পঠন-পাঠন শুরু হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। মূলত দুর্গাপুর মহকুমার আর্থিক ভাবে দুর্বল প্রতিভাবানদেরই এই অ্যাকাডেমিতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় চূড়ান্ত সফল হতেই সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হবে। দুর্গাপুর মহকুমা কার্যালয় সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে ৫০ টি আসনে ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হবে। আবেদন বেশি জমা পড়লে আর্থিকভাবে দুর্বল প্রতিভাবানদের মেধা ও ইন্টারভিউর ভিত্তিতে নির্বাচকরা অ্যাকাডেমিতে পাঠ নেবার সুযোগ দেবেন বলে জানা গেছে।

কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমিটিকে সফলভাবে চালানোর জন্য প্রশাসনিক স্তরে একটি এক্সিকিউটিভ কমিটিও গঠন করা হয়েছে। প্রশাসনে কর্মরত আইএএস ও ডব্লুবিসিএস আধিকারিকরাই এই কমিটিতে রয়েছেন। পশ্চিম বর্ধমানের জেলাশাসক শশাঙ্ক শেঠি হলেন অ্যাকাডেমির প্রধান পৃষ্ঠ পোষক আর দুর্গাপুরের মহকুমাশাসক তথা পশ্চিম বর্ধমানের উন্নয়ন দপ্তরের অতিরিক্ত জেলাশাসক শঙ্খ সাঁতরা হলেন অ্যাকাডেমির চেয়ারম্যান। এছাড়াও অন্যান্য আধিকারিকদের অ্যাকাডেমির বিভিন্ন দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই অ্যাকাডেমিতে পিএসসির মাধ্যমে নির্বাচিত আধিকারিকরা ছাড়াও বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের নিয়ে এসে পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে।

অ্যাকাডেমির পড়ুয়াদের পঠন-পাঠনের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সহায়ক লক্ষাধিক টাকার বই পত্র কেনা হয়েছে বলে প্রশাসনিক স্তরে জানা গেছে। দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা বর্ধমান ডট কমকে বলেন, ‘আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী পড়ুয়ারা যাতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারে তার উদ্যোগ নিচ্ছি। আমি দুর্গাপুরে অনেক দরিদ্র ও মেধাবী পড়ুয়া দেখেছি যারা অর্থনৈতিক কারণে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিছিয়ে যায়। সকল প্রকার সাহায্য করে তাদেরকে এগিয়ে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। আমাদের কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমি সম্পূর্ণ বিনামূল্যে আগস্টের শেষ সপ্তাহে শুরু করা হচ্ছে সিটিসেন্টারের সেন্ট্রাল লাইব্রেরিতে। দক্ষ প্রশাসনিক কর্তারা ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরিক্ষায় কি ভাবে সফল হতে হবে সেই পথ দেখাবেন। এছাড়াও বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষকরা ক্লাস নেবেন অ্যাকাডেমিতে।’

দুর্গাপুর মহকুমা কার্যালয় থেকে প্রাথমিক ভাবে ভর্তির ফর্ম দেওয়া হচ্ছে বলে জানা গেছে। ইতিমধ্যেই বেশকিছু আবেদনও জমা পড়েছে বলে জানা গেছে। প্রতিযোগিতামুলক পরীক্ষায় সফল হতে দুর্গাপুর মহকুমা প্রশাসন আর্থিকভাবে দুর্বল মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোয় শিল্পাঞ্চলের ছাত্রছাত্রীদের মধ্যেও প্রবল উৎসাহ দেখা যাচ্ছে।

আগ্রহী পড়ুয়াদের আগামী ১৮ আগস্টের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে। ভর্তির ফর্ম দুর্গাপুর মহকুমা কার্যালয় থেকে পাওয়া যাচ্ছে। এছাড়াও নীচে দেওয়া ডাউনলোড লিংক থেকে ফর্ম ও ভর্তির নিয়মাবলী ডাউনলোড করে প্রিন্ট নিয়েও জমা করা যেতে পারে। ফর্ম জমা করার জন্য দুর্গাপুর মহকুমা কার্যালয়ে বিশেষ বক্সের ব্যবস্থা করা হয়েছে। পূরণ করা ফর্ম ওই বক্সে জমা করতে হবে।

DOWNLOAD APPLICATION FORM

Like Us On Facebook