বেশ কিছুদিন ধরেই ওজনে কারচুপির অভিযোগ আসছিল দপ্তরে। সেই অভিযোগের সত্যতা যাচাই করতে নিজেই আচমকা সরজমিনে তদন্তে নামলেন কালনার মহকুমা শাসক নীতিন সিংহানিয়া। সংশ্লিষ্ট দফতরের কর্মীদের নিয়ে পারুলিয়া থেকে কালনা বাজার সর্বত্র দাড়িপাল্লা থেকে বাটখারা সবকিছুই খতিয়ে দেখলেন। চললো ফলের উপর মোমের প্রলেপ আছে কিনা তার পরীক্ষনও। পরিমাপ ঠিক না থাকার জন্য ১৯ টি দাড়িপাল্লা বাজেয়াপ্ত করা হয়।গ্রাহক ঠকানোর অভিযোগে তপন চক্রবর্তী ও শুভ মাঝি নামে দুই ব্যবসায়ীকে গ্রেফতারও করে পুলিশ। মহকুমা শাসকের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন স্থানীয় মানুষজন। মহকুমাশাসক জানিয়েছেন, সাধারণ ক্রেতাদের কথা মাথায় রেখেই আমরা এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও চলবে। কেউ যদি এই ধরনের ক্রেতা ঠকানোর মতো কাজে যুক্ত থাকেন তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
Like Us On Facebook