পেশায় কন্ট্রাক্টর রাজা ব্যানার্জী নামে দুর্গাপুরের এক ব্যক্তি বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে গাছে ধাক্কা মেরে গুরুতর আহত হয়ে প্রাণ হারালেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, সিটি সেন্টারের কাছে।
জানা গেছে, দুর্গাপুরের করঙ্গপাড়ার বাসিন্দা ওই কন্ট্রাক্টর বৃহস্পতিবার রাতে দ্রুত গতিতে সিটি সেন্টারের দিকে আসছিলেন। সিটি সেন্টারের কাছে রাস্তায় বাঁক নিতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। গুরুতর জখম হন রাজাবাবু। খবর পেয়ে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ছুটে এসে রাজাবাবুকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রাজা ব্যানার্জীকে মৃত ঘোষণা করেন। পুলিশ গাড়িটি আটক করেছে।
Like Us On Facebook