.
অনেক দিন আগেই দেহদানের জন্য অঙ্গীকার বদ্ধ হয়েছিলেন কুলটির বাদলবালা দত্ত। বাদলবালা দেবীর মৃত্যুর পর মায়ের প্রতিজ্ঞা রক্ষা করলেন ছেলেরা। বৃহস্পতিবার ৯০ বছরের বৃদ্ধা বাদলবালা দত্ত পশ্চিম বর্ধমানের কুলটি মোড়ের নিজের বাড়িতে মারা যান। বাদলবালা দেবীর মৃত্যুর পর মায়ের ইচ্ছা মত তাঁর চোখ দুটি দান করার ব্যবস্থা করেন ছেলেরা। এদিন বিকেলে বর্ধমান মেডিকেল কলেজে বাদলবালা দেবীর দেহদান করা হয়। বাদল বালা দত্তের স্বামী বিজয়কৃষ্ণ দত্তের বাড়ি ছিল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তোড়কণা গ্রামে। দুই ছেলের কর্মসূত্রে দত্ত দম্পতি চলে যান কুলটিতে। পরে সেখানেই বসবাস করতে শুরু করেন।
Like Us On Facebook