বাস কর্মীদের চাপের মুখে শেষমেশ‌ নতি স্বীকার করল বাঁশকোপা টোল প্লাজা কর্তৃপক্ষ। টোল প্লাজায় শুক্রবার যাত্রী বোঝাই একটি বেনাচিতি-কৃষ্ণনগর বাস টোল প্লাজার দীর্ঘ লাইন এড়াতে ভিআইপি লাইন দিয়ে বের হতে গেল বাস কর্মী ও টোল প্লাজা কর্মীদের মধ্যে বচসা থেকে মারধরের ঘটনা ঘটে। শনিবার ওই বাসটি টোল প্লাজা পার হতে গেলে টোল প্লাজার কর্মীরা বাস কর্মীদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

এই ঘটনার প্রতিবাদে বাস কর্মীদের নিরাপত্তা ও দূরপাল্লার বাস চলাচলে টোল প্লাজায় পৃথক লাইনের ব‍্যবস্থার দাবিতে রবিবার সকাল থেকে বাঁশকোপা টোল প্লাজা দিয়ে সমস্ত বাস চলাচল বন্ধ করে দেয় বাস কর্মীরা। ফলে বিভিন্ন রুটে যাতায়াত করা যাত্রীদের দুর্ভোগ বাড়তে থাকে। শেষমেশ প্রশাসনের কাছে চাপের মুখে পড়ে টোল প্লাজা কর্তৃপক্ষ বাস কর্মীদের সঙ্গে রবিবার দুপুরে বৈঠকে বসে। বৈঠকে টোল প্লাজা কর্তৃপক্ষ শেষে বাস কর্মীদের দাবিগুলি মেনে নিলে বাস ধর্মঘট উঠে যায়। জানা গেছে, বাস কর্মীদের দাবি মেনে মারধরে আহত বাস কর্মীদের চিকিৎসার খরচও বহন করবে টোল প্লাজা কর্তৃপক্ষ।

Like Us On Facebook