.
দুর্গাপুরের ফিলিপস কার্বন ব্ল্যাক লিমিটেড এবং মহারাজা কারখানার মাঝে পড়ে থাকা আবর্জনার স্তুপে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ হঠাৎ জঙ্গলে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা খবর দেয় দমকলে। ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। পরে দমকলের আরও একটি ইঞ্জিন যায়। এদিকে, দুর্গাপুরের পিসিবিএল কারখানার কর্মীরাও পাইপ লাইনের মাধ্যমে আগুন নেভানোর কাজে এগিয়ে আসে। এই অগ্নিকাণ্ডের জেরে ডিভিসি মোড় থেকে এসবি মোড় যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার পিসিবিএল মোড়ে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় যান চলাচল। কারখানা কর্তৃপক্ষ এবং দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। কি করে আগুন লাগল তা সঠিকভাবে জানা যায়নি। পিসিবিএল কারখানার আধিকারিক কৌশিক মুখার্জী জানান, আগুন লাগার খবর পেয়ে তাঁরা কারখানার কর্মীদের নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। আগুন বাড়তে থাকায় দমকলকে খবর দেওয়া হয়।