.
পাণ্ডবেশ্বরের কেন্দা এলাকায় বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার করেছিলেন এলাকার তপশিলি মোর্চার মন্ডল সভাপতি ভৈরব রুইদাস সহ এলাকার বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের অভিযোগ, সেই সময় হঠাৎই তৃণমূল দুষ্কৃতীরা তাঁদের কর্মীদের উপর হামলা চালায়। তাদের লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ। ইটের আঘাতে মাথায় চোট পেয়ে গুরুতর আহত হন বিজেপির তপশিলি মোর্চার মন্ডল সভাপতি ভৈরব রুইদাস। তাঁকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পাণ্ডবেশ্বরের কেন্দা অঞ্চলে। ঘটনাস্থলে পৌঁছয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘নন্দীগ্রামে দিদির ভোট, যাতে করে দিদি বিপুল ভোটে জয়লাভ করে সেই জন্য পাণ্ডবেশ্বরের সমস্ত মানুষ পুজো পাঠ করছিলেন। তখনই বিজেপি দুষ্কৃতীরা তাঁদের কর্মীদের উপর হামলা চালায়। বিজেপি ২০২১ নির্বাচনে পরাজিত হবে সেজন্যই এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে।’