২নং জাতীয় সড়কে দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়ে বুধবার সাত সকালে এক ব্যক্তিকে আসানসোল-কৃষ্ণনগর রুটের একটি বাস পিষে দিলে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম মাধব বাউরি (৩৫)। এই ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় মানুষ ওভারব্রিজের দাবিতে বেশ কিছুক্ষণ ২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে পুলিশের বিশাল বাহিনী ও ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ রাখি তেওয়ারি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মানুষকে আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাধব বাউরি সকাল সাড়ে সাতটার সময় চায়ের দোকানে চা খেয়ে বাইক নিয়ে জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী আসানসোল-কৃষ্ণনগর রুটের বাস তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মাধব বাউরি মারা যান। মেয়র পারিষদ রাখি তেওয়ারি বলেন, ‘আমরা স্থানীয় মানুষের দাবি মেনে ওল্ড কোর্ট মোড়ে জাতীয় সড়কে ওভারব্রিজের জন্য কথা বলেছি। কিন্তু জায়গার অভাবে ওভারব্রিজ করা যাচ্ছে না। ওল্ড কোর্ট এলাকার ওভারব্রিজের বিষয়ে স্থানীয় মানুষের দাবি মেনে আমরা ফের জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো।’



Like Us On Facebook