কাঁকসার ঘটক ডাঙ্গায় একটি দ্রুতগামী ট্রাক একটি স্কুলের পুলকারকে ধাক্কা মারলে পুলকারের ছাত্র-ছাত্রী চালক-খালিসি সহ মোট দশজন গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা এই ঘটনায় পর মুচিপাড়া-শিবপুর রোডে পুলিশের তোলাবাজির জেরেই এই দুর্ঘটনার অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়ে ঘটক ডাঙ্গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বুধবার সকালে।

জানা গেছে, এদিন সকালে কাঁকসার দোমড়া রামকৃষ্ণ সেবাশ্রম বিদ্যাপীঠের পড়ুয়াদের নিয়ে একটি পুলকার মুচিপাড়া-শিবপুর রোড ধরে স্কুলে যাওয়ার সময় একটি পাথর বোঝাই ট্রাক পুলকারটিকে পিছন থেকে ধাক্কা মারে। এরপর ট্রাকটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে প্রথমে মলানদিঘির সনাকা হাসপাতালে ভর্তি করে পরে অবস্থার অবনতি হলে আহতদের দুর্গাপুরের মিশন হাসপাতালে আনা হয়।

আহতদের পরিজনরা সংবাদ মাধ্যমকে বলেন, ‘আহতদের সকলের অবস্থাই আশঙ্কাজনক।’ আহতদের পরিজনেরা অভিযোগ করে বলেন, ‘কাঁকসার দোমড়ার রামকৃষ্ণ সেবাশ্রম বিদ্যাপীঠের পড়ুয়াদের স্কুলে নিয়ে যাচ্ছিল পুলকারটি। সেই সময় একটি দ্রুতগতির পাথর বোঝাই ট্রাককে হঠাৎ করে পুলিশ টাকা আদায়ের জন্য দাঁড় করাতে গেলে ট্রাকটি গতি বাড়িয়ে পালাতে গিয়ে স্কুল গাড়ির পিছনে ধাক্কা মারে।’ স্থানীয় বাসিন্দাদের দাবি, মুচিপাড়া-শিবপুর রোডে ট্রাক, ডাম্পার থামিয়ে পুলিশের অবিলম্বে টাকা তোলা বন্ধ করতে হবে। নাহলে আগামী দিনেও এই রাস্তায় আরও দুর্ঘটনা ঘটবে।



Like Us On Facebook