শুক্রবার গ্যামন ব্রিজ এলাকার টিকিট চাওয়াকে কেন্দ্র করে বচসা থেকে এক বাস যাত্রীকে বাসের কন্ডাক্টর ঠেলে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ দায়ের হয়। তার জের কাটতে না কাটতেই শনিবার সকালে এবার বেনাচিতি-দুর্গাপুর রুটের একটি মিনিবাসের কর্মীদের সঙ্গে বেনাচিতি এলাকায় চার বাইক আরোহীর প্রথমে বচসা ও পরে চার বাইক আরোহী বাসের চালক সহ কন্ডাক্টর ও খালাসিকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় মিনিবাসের চালক, কন্ডাক্টর ও খালাসি আহত হন। বাইক আরোহীদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।
জানা গেছে, এই ঘটনায় এক বাইক আরোহীকে পুলিশ আটক করেছে। আহত মিনিবাসের চালক উত্তম দত্ত বলেন, ‘বুঝে উঠতে পারছি না কেন ওই যুবকরা বাস আটকে আমাদের মারধর করল। আমরা দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেছি পুলিশের কাছে।’ উত্তম দত্তের অভিযোগ, অভিযুক্ত চার বাইক আরোহী মদ্যপ অবস্থায় ছিল। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে। এই ঘটনার প্রতিবাদে মিনিবাস কর্মীরা মিনিবাস চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিলেও পুজোর মরসুমে হঠাৎ করে মিনিবাস বন্ধ করে দিলে মানুষজন দুর্ভোগে পড়তে পারেন সেই কথা চিন্তা করে দুর্গাপুরে মিনিবাস চলাচল জারি রাখেন বাস কর্মীরা।