বর্ধমানের বোরহাট এলাকার রাজেশ সিং নামের এক যুবক রাজস্থানের জয়পুরে পরিচিত এক ব্যক্তির বিয়ের অনুষ্ঠানে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়াল। রাজেশ সিং পেশায় বর্ধমানের একটি ক্যাটারিং সংস্থার কর্মী। রাজেশের স্ত্রী সুনীতা সিং বলেন, ‘গত ১৪ ফেব্রুয়ারি রাজেশ রাজস্থানের জয়পুরে তার পরিচিত একজনের একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। জয়পুরে বিয়ের অনুষ্ঠান সেরে সেখান থেকে ১৯ ফেব্রুয়ারি রাজেশ আজমীর-শিয়ালদহ এক্সপ্রেসে বর্ধমানে ফিরছে বলে আমাকে জানায়। ট্রেন এলাহাবাদ স্টেশনে পৌঁছালে রাজেশ ফোনে জানায় অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। এর কয়েক ঘন্টা পর দুটি আলাদা নম্বর থেকে আমাকে ফোন করে ২ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। এরপর থেকে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও আমার স্বামীর কোন সন্ধান পাই নি। আমার এক বছরের মেয়েকে নিয়ে আমি এখন ভীত, সন্ত্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছি।’ এই ঘটনায় সুনীতাদেবী পুলিশ এবং জিআরপিতে অভিযোগ জানিয়েছেন।