জাতীয় সড়কে বর্ধমানের গোদার কাছে একটি দ্রুতগামী ট্রাক এক মোটর বাইক আরোহীকে পিষে দিল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। শনিবার সকাল ৯টা ২০ মিনিট নাগাদ গোদার বাসিন্দা সেখ জালাল মোটর বাইকে গোদা থেকে জলকলের দিকে যাচ্ছিল। স্থানীয় মানুষের অভিযোগ ওই সময় একটি ট্রাককে তাড়া করছিল অন্য একটি গাড়ি, ফলে ট্রাকটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করছিল। পালাতে গিয়ে ট্রাকটি হঠাৎ জালালের মোটর বাইকে ধাক্কা মেরে তাঁকে পিষে দেয়। ঘটনার পর গাড়িটিকে তাড়া করে আটকান হয়। গাড়িচালক পালিয়ে যায়। পুলিশ গাড়িটিকে আটক করে।
এরপর প্রায় ১ ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে এবং যান চলাচল স্বাভাবিক হয়। এরপর পুলিশ দেহটিকে জাতীয় সড়ক থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।