fanus1বাবু-বিলাসের কলকাতায় কালীপুজোয় ফানুস আর বাজি পোড়ানো ছিল অপরিহার্য অঙ্গ। সে কালে কালীপুজোয় বিকেল হতে না হতেই কলকাতার আকাশটা মায়াবী জগত হয়ে উঠত। আকাশ জুড়ে তখন শুধুই ফানুস। দিগন্তের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে রং-বেরঙের নানা আকৃতির ফানুসের মিছিল শুরু হত। সেই সময় মানুষ নিজের হাতেই ফানুস বানাতো। বর্ধমানে ঘুড়ির মেলাতেও ফানুস ওড়ানো হত।

fanus-burdwanবহুবছর পর আবার শুরু হয়েছে ফানুসের মিছিল। বর্ধমানের আকাশ এখন দখল করছে চিনের তৈরি রেডিমেড ফানুস। দীপাবলির আগে প্রচুর বিক্রি হছে। এবছর চাহিদা বেড়েছে। কলকাতায় চিনা ফানুস ২০ টাকায় পাওয়া যাচ্ছে বর্ধমানের বাজারে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। অনেক অভিভাবাক তাদের সন্তানদের হাতে তুলে দিচ্ছেন শব্দ বাজির বদলে চিনের ফানুস। সন্ধ্যা হলেই বর্ধমানের আকাশ দখল নিচ্ছে বিভিন্ন রঙের ফানুস। ফানুস বিক্রেতারা জানাচ্ছেন আজ প্রচুর ফানুস বিক্রি হয়েছে, কালীপুজোয় বর্ধমানের আকাশ দখল নিতে চলেছে চিনের তৈরি রং-বেরঙের ফানুস।

fanus4বর্ধমানের এক ফানুস বিক্রেতা, সেখ শামিম বলেন,”ফানুসের চাহিদা রাতারাতি অনেক বেড়েছে। এখন অনেকেই শব্দ বাজির পরিবর্তে ফানুস কিনে নিয়ে যাচ্ছেন। বাচ্ছারাও উৎসাহিত হচ্ছে আকাশে ফানুস দেখে। তারা মা বাবার কাছে আবদার করছে ফানুস কিনে দেবার জন্য।”