বর্ধমান জেলার মোট ১১৪টি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের হাতে বুধবার তুলে দেওয়া হল নির্মল বিদ্যালয় পুরস্কার। এদিন জেলা সর্বশিক্ষা দপ্তরের উদ্যোগে বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে এই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা সর্বশিক্ষার প্রকল্পাধিকারিক শারদ্বতি চৌধুরী, প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি অচিন্ত্য মল্লিক, বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ নারায়ণ হাজরা চৌধুরী প্রমুখরা। এদিন জেলাশাসক বলেন, ‘স্বাধীনতার ৭০ বছর পরে এখনও মানুষকে ডায়রিয়ায় আক্রান্ত হতে হচ্ছে এটা অত্যন্ত লজ্জার। কিন্তু ডায়রিয়ার জন্য মূল কারণ অস্বাস্থ্যকর পরিবেশ, অপরিচ্ছন্নতা।’ তিনি আরো বলেন, ‘শিশুরাই ভবিষ্যত প্রজন্ম। তাই তাদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস তৈরি হলে আখেরে সমাজেরই উপকার হবে।’ জেলা পরিষদের সভাধিপতি এদিন বলেন, ‘বর্ধমান জেলা নির্মল জেলা নির্মল ঘোষিত হওয়ার পিছনে বড় ভূমিকা রয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের। স্কুলের ছাত্রছাত্রীরা এই কাজে এগিয়ে না এলে বর্ধমান জেলাকে নির্মল জেলা হিসাবে ঘোষণা করা যেত না।’

Like Us On Facebook