30-ft-kali-durgapur2৪৪ বছরের পুজো। প্রতিবছরই বৃহদাকার প্রতিমা তৈরি করে সকলের নজর কাড়ে বীরভানপুরের বিধান স্পোর্টিং ক্লাব। এবছরও ৩০ ফুট উচ্চতার মাটির কালিপ্রতিমা তৈরি করেছেন শিল্পী শ্যামল দে। প্রতিমার কাঠামো বানানো থেকে বিসর্জন সব কিছুই বিশেষ ভাবে করা হয়। আর এই বিশেষত্বকে ঘিরেই স্থানীয় মানুষের যত উৎসাহ ও উদ্দীপনা।

বাঁশের খাঁচা বানিয়ে যেমন প্রতিমা তৈরি করেন শিল্পী শ্যামল দে, তেমনি ক্রেনে করে তুলে নিয়ে গিয়ে দামোদরের জলে প্রতিমার বিসর্জন দেওয়া সবকিছুই এখানে স্বতন্ত্র।

দুর্গাপুরের অন্যান্য কালিপ্রতিমা…