২৩ ডিসেম্বর অন্ডালের শ্রীরামপুর এলাকার তারিণীদেবীকে সাপে কামড়ায়। ওই মহিলা মাঠে কাজ করতে গেলে তাঁর ডান পায়ে কামড় দেয় বিষাক্ত সাপ। এরপর তাঁর পরিবারের লোকজন তাঁকে নিয়ে যান সাপের বিষ ঝাড়বার ওঝার কাছে। কিন্তু সেখানে সাপেকাটা রোগিণীর অবস্থা সঙ্কটজনক হয়। সর্পদংশন করা তাঁর ডান পায়ে পচন ধরতে শুরু করে বলে জানান তাঁর পরিবারের লোকজন। এই ঘটনার খবর পাওয়া মাত্র অন্ডাল থানার পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থা অ্যামিস, তাঁদের লোকজন নিয়ে এসে ওই মহিলার বাড়ি থেকে তাঁকে সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। মহিলার ভাইপো জানান, বর্তমানে তাঁর কাকিমায়ের অবস্থা স্থিতিশীল। তিনি জানান, তাঁর কাকিমাকে হাসপাতালে ভর্তি করে অন্ডাল থানার পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থা অ্যামিস। যদিও হাসপাতালের তরফে এখনও ঋই বিষয়ে কিছু জানা যায়নি। তবে অন্ডালের স্বেচ্ছাসেবী সংস্থা অ্যামিস এবং অন্ডাল থানার পুলিশের এরকম মানবিক মুখ দেখে খুশি এলাকার মানুষ।

Like Us On Facebook