বৃহস্পতিবার পান্ডবেশ্বরের পরাশকোল কোলিয়ারি এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানের পর শুক্রবার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে স্থানীয় ব্লক প্রশাসন ও ভূমি রাজস্ব দফতর যৌথভাবে অভিযান চালায়। অভিযানে দু’টি বেআইনি ইটভাটা ভেঙে দেওয়া হয় বলে জানা গেছে।
এদিন প্রশাসনের পক্ষ থেকে জেসিবি মেশিন নিয়ে গিয়ে অবৈধ ইটভাটাগুলি ভেঙে দেওয়া হয়। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও মৃণাল কান্তি বাগচি বলেন, ‘লাউদোহার শ্রীকৃষ্ণপুর এলাকায় বেআইনিভাবে চলা দু’টি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। ইটভাটা মালিকদের বিরুদ্ধে এখনই কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ভবিষ্যতে ফের অবৈধভাবে ইটভাটা চালালে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’ ভূমি রাজস্ব দফতরের আধিকারিক রাজকুমার দীক্ষিত বলেন, ‘অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান নিয়মিত চালানো হবে। ভেঙে দেওয়া ভাটাগুলি ফের চালু করার চেষ্টা হলে মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’